মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/new-photo-2-1-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও বন-বিভাগের আয়োজনে মাদারীপুরে স্বাধীনতা অঙ্গণে আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে।
এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলাটি গতকাল সোমবার (২৫ জুলাই) এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদারীপুর পৌরসভার মেয়র খালেদ হোসেন ইয়াদ প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়া।
মেলায় স্টলে ফুল,ফলসহ বিভিন্ন ধরণের গাছের চারা বিক্রি করা হচ্ছে। জেলার বিভিন্ন স্থানের ক্রেতারা এসে এসব চারা সংগ্রহ করছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন