মাদারীপুর আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর ও সাধারণ সম্পাদক বাবুল নির্বাচিত

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আকতার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্ত রঞ্জন মণ্ডল। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া 9টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্ত রঞ্জন মণ্ডল জানান, জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচিত হয়েছেন সভাপতি মো: ওবায়দুর রহমান খান, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন আরমিন, সহ সভাপতি এইচ.এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ সালাউদ্দিন খান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক (২) সোহেল আলম, সম্পাদক (আপ্যায়ন ও বিনোদন) রুবিনা আক্তার, সম্পাদক (লাইব্রেরী) মো. এমদাদুল হক মিলন, সম্পাদক (মুহুরী) তানভীর আহম্মেদ তুহিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম ও সদস্য পাঁচজন। এরা হলেন মোঃ আতাউল হক অপু, আব্দুর রহিম আকাশ, ইলিয়াস হাওলাদার, মোঃ কামরুজ্জামান, ফরহাদ হোসেন।

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩০৯ জন থাকলেও ভোট প্রদান করেছেন ২৯২ জন ভোটার। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।