মাদারীপুর জেলায় সফল ভাবে সম্পূর্ণ হলো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো।
মাদারীপুরে আজ মঙ্গলবার থেকে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান সাংবাদিকদের জানান, ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায় তা নয় ‘এ’ ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়।
তাই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং কেউ যাতে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
চলতি বছরের দ্বিতীয় রাউন্ডে ১৫০৪টি ৩০৩২ জন স্বেচ্ছাসেবক ১৭১৪৭৪ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। এছাড়াও ঐদিন ভিটামিন এ খাওয়ানোর পাশাপাশি মায়েদের জন্য কিছু বার্তা রয়েছে। এর মধ্যে বাচ্চার বয়স ৬ মাস পযর্ন্ত মায়ের বুকের দুধ খাওয়াবেন এবং জন্মের পরপর বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে। অনেকে শাল দুধ না দিয়ে মুখে মধু খাওয়ান, এটা করা যাবে না। এছাড়াও সময়মত ভ্যাকসিন দিতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন