মানবতার চাষা || আবদুল হাই ইদ্রিছী

মানবতার চাষা
-আবদুল হাই ইদ্রিছী


কেউ কি জানো এই দেশে এক
মানবতার চাষা,
দু’চোখ ভরা স্বপ্ন যে তাঁর
বুকের ভেতর আশা।

মরুর বুকে ফুল ফুটাতে
ঘানি টানেন রোজ,
কেউ কি রাখো এই মানুষের
একটু খানি খোজঁ?

দেশ জনতার জন্য তাহার
ভালোবাসার টান,
কাব্য কলার মানুষ তিনি
স্বপ্ন অফুরান।

দিনে রাতে সমান তালে
শব্দ করেন চাষ,
টাঙ্গাইলের ভুঁইয়াপুরে
করেন তিনি বাস।

তাহার লেখা গ্রন্থ আছে
অর্ধশতাধিক,
ধ্রুবতারা এই মানুষটির
আলো চারিদিক।

প্রিয় কবির নামটি তুমি
জানতে এবার চাও,
আবদুল হালীম খাঁ যে তিনি
নামটি জেনে নাও।

প্রিয় কবি পা দিয়েছেন
পঁচাত্তরে আজ,
শ্রদ্ধা ভরে পরিয়ে দিলাম
ভালোবাসার তাজ।

১৭ জুলাই ২০১৯ খ্রি.