মানসিক রোগে সাড়ে ৫ হাজার মার্কিন সেনার আত্মহত্যা
চলতি বছর ৫ হাজার ৫২০ জন কর্তব্যরত মার্কিন সেনা ও অবসরপ্রাপ্ত অভিজ্ঞ সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ইরাক অ্যান্ড আফগানিস্তান ভেটারান্স অব আমেরিকা নামের মার্কিন সেনাদের একটি অলাভজনক সংগঠন এ তথ্য জানিয়েছে।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে বলেছে, মার্কিন সেনা ও সেনা কর্মকর্তাদের মধ্যে আত্মহত্যার এই অস্বাভাবিক হারের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণ করেছে সংস্থাটি। এ উপলক্ষ্যে বুধবার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে নিহতদের স্মরণে ৫ হাজার ৫২০টি ছোট পতাকা স্থাপন করেছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত বিভাগ জানিয়েছে, প্রতিদিন গড়ে ২০ জন অভিজ্ঞ সেনা কর্মকর্তা আত্মহত্যা করেছে। যা মোট আত্মহত্যার প্রায় ১৮ শতাংশ।
২০১৫ সালে পরিচালিত ভেটারান্স (অভিজ্ঞ, ঝানু) বিষয়ক গবেষণায় বলা হয়, যেসব মার্কিন নারী সেনাবাহিনীতে কাজ করে তাদের মধ্যে আত্মহত্যার হার সাধারণ নারীদের তুলনায় পাঁচ গুণের বেশি।
অন্যদিকে, যেসব পুরুষ সেনাবাহিনীতে চাকরি করে তাদের মধ্যে আত্মহত্যার হার সেনাবাহিনীতে চাকরি না করা পুরুষদের তূলনায় ৫০ ভাগ বেশি।
চলতি বছরের জানুয়ারিতে প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন যেখানে অভিজ্ঞ সেনা কর্মকর্তাদের মধ্যে আত্মহত্যা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভেটারান্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ডেভিড শুলকিন বলেন, চাকরি থেকে অবসরের ১২ মাসের মধ্যে আত্মহত্যার উচ্চ ঝুঁকি থাকে এবং মাত্র ৪০ শতাংশ সামরিক সদস্য এই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন