মানিকগঞ্জের সিংগাইরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

`তথ্য পেলে জনগণ নিশ্চিত হবে সুশাসন’- এ প্রতিপাদ্যে মানিকগঞ্জের সিংগাইরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) সকাল ১০ টায় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশন আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার মো.শহীদুল আলম ঝিনুক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্য অধিকার আইন হচ্ছে সরকারের স্বেচ্ছায় মৃত্যুবরণ। জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়। আপনারা হচ্ছেন জনগণের কর্মচারী। তাই আপনারা জনগণকে তথ্য দিয়ে সহায়তা করবেন । আশা করি, সবাই যথাযথভাবে তথ্য অধিকার আইন মেনে চলবেন।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো.হাবিবুর রহমান।

প্রশিক্ষক হিসেবে তথ্য কমিশনের পরিচালক মো. সালাহ উদ্দিন তথ্য আইনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এতে উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ব্যাংক ব্যবস্থাপক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ সচিব, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।