মানিকগঞ্জে ১২ প্রার্থীর মধ্যে ১০ জনেরই জামানত বাজেয়াপ্ত
মানিকগঞ্জের আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন তাদের জামানত বাজেয়াপ্ত হারিয়েছেন। একটি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী ১২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই জামানত খুইয়েছেন।
এদিকে যারা জামানত বাজেয়াপ্ত হারিয়েছেন এর মধ্যে দুজন বর্তমান চেয়ারম্যানও রয়েছেন।
নির্বাচন অফিসের তথ্য মতে, পুটাইলে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল জলিল, নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) বিএনপির নুরুল ইসলাম নুরু, দিঘী ইউনিয়নে চার প্রার্থীর মধ্যে দুইজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছেন। তারা হলেন নুসরাত ইসলাম নুপুর (আওয়ামী লীগ বিদ্রোহী), মতিয়ার রহমান (স্বতন্ত্র বিএনপি), আটিগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আতোয়ার রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মঞ্জুরুল আলম, আওয়ামী লীগ বিদ্রোহী মো. গাজী সালাউদ্দিন টিটু, কৃষ্ণপুর ইউনিয়নে জাতীয় পার্টির আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহ্-মুদুল মোস্তফা, মো.জাবেদ আলী সরকার (স্বতন্ত্র), ভাড়ারিয়া ইউনিয়নে ১২ জনের মধ্যে ১০ জন তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৮৫৭ ভোট, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম, রজনীগন্ধা প্রতীকের প্রার্থী সিদ্দিক খান, অটোরিকশা প্রতীকের প্রার্থী সাইফুল হক চশমা প্রতীকের প্রার্থী ছামসুল হক সাগর,টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন, দুটি পাতা প্রতীকের প্রার্থী আবুল খান দীপক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের জাফর ইমাম শাহজাদা, টেলিফোন প্রতীকের প্রার্থী সাহিদ হোসাইন এবং ঢোল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাদশাহ মিয়া পেয়েছেন ৩৪ ভোট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন