মানিব্যাগ চুরি করে বরখাস্ত পাকিস্তানি যুগ্মসচিব! ভাইরাল ভিডিও

পাকিস্তানে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে এসেছিল কুয়েতের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের উচ্চপদস্থ একজন কর্মকর্তার মানিব্যাগ ভুলক্রমে টেবিলে রয়ে যায়। সেই মানিব্যাগ চুপিসারে নিজের পকেটে পুরে নেন পাকিস্তান শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জারার হায়দার খান। এ ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ছয় সেকেন্ডের ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।

শিল্প মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, পাকিস্তানের শিল্প ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেয় কুয়েতের প্রতিনিধি দল। সেখানে নিজের মানিব্যাগ হারিয়ে ফেলেন কুয়েতের প্রতিনিধি দলের এক সদস্য। তা খোঁজ করতে গিয়েই সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয়। এরপরই ধরা পড়ে যান হায়দার খান।

তার দাবি, মানিব্যাগ ফেরত দিতে চেয়েছিলেন তিনি।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন