মানুষের পেট থেকে এক কেজি স্ক্রু ও নখ বের করার দাবি চিকিৎসকদের
লিথুনিয়ার এক ব্যক্তির পেট থেকে এক কেজি স্ক্রু ও নখ বের করার দাবি করেছে চিকিৎসকরা। দেশটির চিকিৎকরা জানিয়েছেন, অ্যালকোহল ছাড়ার পর ওই ব্যক্তি ধাতব বস্তু খাওয়া শুরু করেন। পরে তার পেট থেকে এসব বের করা হয়েছে। দ্য গার্ডিয়ানের।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি আরও জানায়, মারাত্মক পেট ব্যাথার কারণে ওই ব্যক্তি বাল্টিক বন্দর নগরী ক্লাইপেদার হাসপাতালে ভর্তি হন। সেখানে এক্স-রে রিপোর্টে তার পেটে বিভিন্ন ধাতব বস্তু দেখা যায়। বস্তুগুলো পরিমাপে প্রায় ১০ সেন্টিমিটার (চার ইঞ্চি)। তবে রোগির নাম গোপন রাখার স্বার্থে চিকিৎসক ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
জানা গেছে, তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে রোগির পেট থেকে সকল ধাতব বস্তু ও নখ বের করা হয়। এক্স-রে কন্ট্রোলের সাহায্যে এ অপারেশন করা হয়। ক্লাইপেদা হাসপাতালের প্রধান সার্জন আলগির্দাস স্লাপাভিসিয়াস স্থানীয় মিডিয়াকে জানান, এর আগে ‘আমরা কখনো এমন কিছু দেখিনি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন