মানুষ হত্যায় শীর্ষ খুনি যে প্রাণিটি!
পৃথিবীতে নানা যুদ্ধ-বিগ্রহ কারণে প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যান। কিন্তু মানুষ হত্যায় সবচেয়ে এগিয়ে প্রাণিজগত।
প্রাণি জগতের এমন কিছু কীট-পতঙ্গ রয়েছে যাদের কামড় বা শিকারে পরিণত হয়ে প্রতিবছর কয়েক লাখ মানুষ মৃত্যু বরণ করে। আর অবাক করার বিষয় হল এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ‘মশা’ নামক প্রাণিটি।
এক গবেষণা দেখা গেছে, মশার আক্রমণে পৃথিবীতে বছরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায়। আর মানুষ হত্যায় দ্বিতীয় শীর্ষ খুনি মানুষ নিজেই। আসুন দেখে নেওয়া যাক কোন প্রাণির আক্রমণে কত সংখ্যক মানুষ মারা যায় প্রতি বছরে…
১. মশা- ৭ লাখ ২৫ হাজার মানুষ মারা যায় মশার কামড়ে। আর প্রতি বছর ২০ কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সাময়িকভাবে অচল হয়ে পড়ে। যার মধ্যে ৬ লাখ জন মারা যায়। ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং হলুদ জ্বরের মতো মারাত্মক রোগ হয় মশার কারণে।
২. সাপ- ৫০ হাজার
৩. কুকুর- ২৫ হাজার।
৯০% জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে। কুকুরের কামড়ে ভারতেই সবচেয়ে বেশি মানুষ মারা যায়- বছরে ২০ হাজার।
৪. বিষাক্ত আফ্রিকান মাছি- ১০ হাজার
৫. বিষাক্ত পোকা- ১০ হাজার
৬. শামুক- ১০ হাজার
৭. কুমির- ১ হাজার
৮. জলহস্তী- ৫০০
৯. সিংহ- ১০০
১০. হাতি- ১০০
১১. নেকড়ে- ১০
১২. হাঙর- ১০
আর মানুষের হাতে? ৪ লাখ ৭৫ হাজার!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন