মামুন আবদুল্লাহ এর দুটি ছড়া
মামুন আবদুল্লাহ এর দুটি ছড়া
(১)
নির্বাচনের সময় হলে
তোমরা যারা রাজনীতিবিদ
হরেক নামে দল করো
দলে মাঝে পাই না নীতি
স্বার্থ নিয়ে ছল করো।
পদের লোভে নেতার কাছে
রাত দুপুরে ভীড় করো
নেতার পায়ে ধুলো নিতে
দেখছি নত শির করো।
দুর্নীতি যে মাথায় ঠাসা
সুযোগে বুঝে তাজ পরো
নির্বাচনের সময় হলে
ভদ্রলোকের সাজ ধরো ।
পদের লোভে স্বার্থ নিয়ে
দেখছি বহু খুন করো
সত্য ন্যায়ের ব্রত নিয়ে
পারলে ভালো গুণ ধরো।
দেশ জনতার প্রীতি নিয়ে
মনের কালো দূর করো
জনসেবার নেই তুলনা
সবাই মিলে সুর ধরো।
(২)
নেতার ছড়াছড়ি
দেশটা এখন নেতায় ভরা
বাড়ছে নেতার উৎপাদন
কর্মী হতে চায় না কেহ
চায় যে বড় জুৎসাধন।
আতি নেতা, পাতি নেতা,
নেতার কোন নেই যে শেষ,
হাইব্রিড নেতাও ফলে ভালো
শুদ্ধাচারের নেই যে লেশ।
রাস্তা ঘাটে ঝুলছে নেতার
শুভেচ্ছাটা ফেস্টুনে
এমন নেতাই স্বার্থ নিয়ে
মেজাজ দেখায় বেশ খুনে।
ব্যানার প্যানার মুছে যাবে
বৃষ্টি বাদল দিন শেষে,
আদর্শবান নেতা হলে
উঠবে মনে সিন ভেসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন