মারা গেছেন অডিও ক্যাসেটের উদ্ভাবক লু অটেন্স
১৯৬০ সালের পরে বিশ্ববাসী অডিও ক্যাসেটের সঙ্গে পরিচিত হয়েছিল। এরপর থেকে সারাবিশ্বে ১০ হাজার কোটি অডিও ক্যাসেট বিক্রি হয়েছিল। সেই অডিও ক্যাসেটের উদ্ভাবক লু অটেন্স ৯৪ বছর বয়সে মারা গেছেন।
গত সপ্তাহে নেদারল্যান্ডসের ডুইজেলে নিজের বাড়িতে মারা যান অটেন্স। পারিবারিকভাবে গত মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি জানানো হয়।
১৯৬০ সালে অটেন্স ফিলিপসের পণ্য উন্নয়ন বিভাগের প্রধান হন। ওই সময় তিনি ও তার দলের সদস্যরা ক্যাসেট টেপের উন্নয়ন করেন। ১৯৬৩ সালে এটি বার্লিন ইলেকট্রনিক্স মেলায় প্রদর্শিত হয়। এরপর দ্রুত এটি বিশ্বব্যাপী সফলতা পায়।
ক্যাসেট উদ্ভাবনের ৫০ বর্ষ উদযাপনে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অটেন্স বলেছিলেন, উদ্ভাবনের প্রথম দিন থেকেই এটি ছিল ‘সেনসেশন।’
কম্প্যাক্ট ডিস্ক উন্নয়নেও সংশ্লিষ্ট ছিলেন অটেন্স। বিশ্বব্যাপী এই ডিস্কের ২০ হাজার কোটি কপি এ পর্যন্ত বিক্রি হয়েছে।
১৯৮২ সালে ফিলিপস সিডি প্লেয়ারের প্রদর্শনী করলে অটেন্স বলেছিলেন, ‘এখন থেকে প্রচলিত রেকর্ড প্লেয়ারটি অচল।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন