মার্কিন চাপের মুখেও ইরান তেল রফতানি করছে : রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান অপরিশোধিত তেল রফতানি অব্যাহত রাখছে।

মঙ্গলবার তেল কোম্পানিগুলোর সঙ্গে এক বৈঠকে রুহানি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার পরও ইরান তার তেল রফতানিতে লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
প্রেসিডেন্ট রুহানি স্টেট টিভির এক সাক্ষাৎকারে বলেন, আমরা তেল উৎপাদন ও রফতানি অব্যাহত রাখব। এ নিয়ে মোকাবেলা করার ক্ষমতা আমাদের রয়েছে।

পশ্চিমা শক্তি পরমাণু চুক্তি থেকে বের হয়ে ইরানের প্রতি নভেম্বরে নতুন করে তেল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে স্পষ্ট নয়, যুক্তরাষ্ট্রের মিত্ররা ইরানের তেল আমদানি না করে থাকবে।

আমরা সব উপায়ে পণ্য ও রফতানি উভয়ই অব্যাহত রাখব বলে রুহানি রাষ্ট্র টিভি সম্প্রচারে মন্তব্য করেছেন। তিনি বলেন, তেল মুখোমুখি এবং প্রতিরোধের সম্মুখভাগে রয়েছে।