মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের মনিরামপুরের মল্লিকপুর গ্রামের যুবক সোহাগের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/Polish_20230606_200218704-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মালয়েশিয়ার সড়কে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে সোহাগ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ জুন) দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। নিহত সোহাগ যশোরের মণিরামপুর উপজেলার মল্লিকপুর গ্রামের গোলাম মোস্তাফার একমাত্র ছেলে।
জানাগেছে- ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন সোহাগ। পড়ালেখা ছেড়ে নিজের পায়ে দাড়াবার জন্য পাড়ি জমায় মালোয়েশিয়ায়। সেখানে কাজের সাইটে যাওয়ার সময় গত ১২ রমজান মালয়েশিয়ার সড়কে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে আহত হয় সোহাগ। এরপর মালয়েশিয়ার একটা হাসপাতালে ভর্তি হয় এভং হাসপাতালের আইসিওতে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন করেন।
সোহাগের মৃত্যুর সংবাদ পেয়ে তার গ্রামের বাড়িতে স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন