মালিবাগে আগুন: ভেতরে থাকা ২৫ জনকে অক্ষত উদ্ধার
গতরাতে রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি স্থানে আগুন লাগে। ভোরের দিকে মালিবাগ কাচাঁবাজারে আগুনে পুড়ে গেছে বাজারের প্রায় সব দোকান। এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এর আগে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালীতে একটি ভবনের নিচতলায় আগুনে পুড়ে যায় গোডাউনে থাকা অধিকাংশ মালামাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার পরে মালিবাগ কাঁচাবাজারে আগুনে পুড়ে যায় প্রায় ৫০টি দোকান। খবর পেয়ে ফায়ার সর্ভিসের ১৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাজারের ভেতরে থাকা প্রায় ২৫ জন ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস কর্মী একজন বলেন, এখানে আমরা ১০০ ভাগ সাফল্য অর্জন করেছি। যেহেতু আমরা পাকা ভবনে আগুন ছড়াতে দেইনি।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে, যাত্রাবাড়ির উত্তর কুতুবখালির কাজলা এলাকায় ৭ তলা ভবনের নিচ তলায় টেলিভিশনের গোডাউনে আগুনে লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে, ফায়ার সর্ভিসে খবর দেন স্থানীয়রা। এর মধ্যেই ভবনের ৬ এবং ৭ তলায় থাকা মাদ্রাসার শিক্ষার্থীরাসহ ভবনের অন্যান্য বাসিন্দারা নিরাপদে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি বের হয়ে নিচে এসে দেখলাম, নিচে কোথাও আগুন নাই। এরপর দারোয়ানকে ডাকলাম। ডেকে দেখি, গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে।
আবাসিক এলাকার মধ্যে গোডাউন থাকার বিষয়ে ক্ষতিয়ে দেখা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
যাত্রাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, এখানে বড় এক বিল্ডিংয়ে ১৬টা পরিবার বাস করে। এছাড়া মাদরাসার শিক্ষার্থীরাও রয়েছে। এখানে একটা টিভির কারখানাও রয়েছে। আবাসিক ভবনে কেন কারখানা রাখা হয়েছে এটা আমরা খতিয়ে দেখছি।
এখন পর্যন্ত দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন