মালয়েশিয়ায় অনুপ্রবেশের দায়ে ৩০ বাংলাদেশি আটক
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে ৩০ বাংলাদেশিসহ ৩২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন ও মেরিন পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ান, বাকি সবাই বাংলাদেশি বলে জানা গেছে। মেরিন পুলিশের কমান্ডার (পি পি এম) সহকারী কমিশনার রোজমান ইসমাইল বলেন, ইন্দোনেশিয়া থেকে ২৪ ঘণ্টার বেশি সময় সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় ঢোকার সময় একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে অযাচিত রুটের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যক্তি ও অভিবাসী কর্মীদের অ্যান্টি-মাইগ্রেশন অ্যাক্ট (এটিটিসওম) ২০০৭ এবং ইমিগ্রেশন ১৯৫২-৬৩ অনুচ্ছেদ ৫(২) এন্ট্রি ট্র্যাফিকিংয়ের ধারা ৬ এ তদন্ত করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন