মাশরাফিকে পেয়ে আমার কাজ অর্ধেক কমে গেছে : রংপুর রাইডার্স কোচ
জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বিপিএল দল রংপুর রাইডার্সে যোগ দিলেন জাতীয় ওয়ানডে দলের কাণ্ডারি মাশরাফি বিন মুর্তজা। গত দুই আসর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে অধিনায়কত্ব করা মাশরাফি এবার রংপুরের দলনেতা। ম্যাশকে পেয়ে ফ্র্যাঞ্চাইজি তো বটেই, খুশি হয়েছেন কোচ টম মুডিও। তিনি বলেছেন, ম্যাশ তার কাজ অর্ধেক কমিয়ে দেবে।
বাংলাদেশের তুমুল জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিপিএলের গত চার আসরের তিনটিতেই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন। গত চতুর্থ আসরে একাদশ সাজানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ফ্র্যাঞ্জাইজির সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে টুর্নামেন্ট চলাকালীন টিম হোটেল ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন। তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার মুখ থুবড়ে পড়ার পেছনে এই কারণগুলো গুরুত্বপূর্ণ ছিল। সেই মাশরাফিকে সর্বোচ্চ সম্মানী দিয়ে দলে টেনেছে শিরোপাপ্রত্যাশী রংপুর রাইডার্স।
ক্রিস গেইল, স্যামুয়েলস বদ্রিসহ বিশ্বের তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক জাগানো রংপুর রাইডার্স এবার কোচ হিসেবে বেছে নিয়েছ টম মুডিকে। এই হাই প্রোফাইল কোচ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ‘হেডস্যার’ ছিলেন। ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন। ম্যাশকে দলে পেয়ে তিনি খুব খুশি হয়ে বলেছেন, ‘ও আমার কাজ অর্ধেক কমিয়ে দেবে’।
উল্লেখ্য, ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটারদের মধ্যেই তুমুল জনপ্রিয় মাশরাফি। তার নেতৃত্বগুণ বাংলাদেশ জাতীয় দলকে তলানি থেকে তুলে ক্রিকেটে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকেই তাই বলে থাকেন, ম্যাশের হাতে জাদুর কাঠি আছে। সেই কাঠির ছোঁয়াতে বদলে যেতে পারে যেকোনো দল। মাশরাফিকে পেয়ে এবার শিরোপার স্বপ্ন আরও বড় হয়েছে রংপুরের। নতুন দলে প্রিয় ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরাও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন