মাশরাফির জন্য অ্যাম্বুলেন্স পেল নড়াইলের হাসপাতাল

‘ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজা যেমন, মানুষ হিসেবেও তেমন।’ কান পাতলে এমন কথা প্রায়ই শোনা যায়। আবারও সে রকম সাক্ষর রাখলেন ম্যাশ।
কয়েকদিন আগে মাশরাফির নেতৃত্বে বিপিএলের শিরোপা ঘরে তোলে রংপুর রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগে নড়াইলের ডায়াবেটিক হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগীদের কথা মাথায় রেখে রংপুর রাইডার্স মালিক পক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন মাশরাফি।
অধিনায়ককে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে মাশরাফির জন্মস্থান নড়াইলের ডায়াবেটিক হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে রাইডার্সের মালিকপক্ষ।
আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তরের ছবি প্রকাশ করেছে রংপুর রাইডার্স। ক্যাপশনে লেখা হয়েছে, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।’
এ প্রসঙ্গে মাশরাফির ভাষ্য, ‘বিপিএলের পঞ্চম আসর শুরুর আগে রংপুর রাইডার্সের মালিক সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে আমি নড়াইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিলাম। এখন থেকে সুবিধাবঞ্চিত রোগীরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবেন।’

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন