মাসুক এক মাসেও বাড়ি ফিরেনি!
কুমিল্লার মুরাদনগরে গত একমাস যাবৎ মোহাম্মদ মাসুক নামের যুবককে খুঁজে পাচ্ছে না তার পরিবার।
সে উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামের বজলু মিয়ার ছেলে।
তাকে না পেয়ে স্বজনরা পাগল প্রায়। বিভন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে আত্মীয়-স্বজনরা উদ্ধিগ্ন হয়ে পড়েছে। অবশেষে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
পুলিশ বলছে, তাকে উদ্ধারের কাজ চলছে।
বজলু মিয়া বলেন, গত ১০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামে বোনের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মোহাম্মদ মাসুক। সারাদিন বোনের বাড়িতে থেকে রাত ১০টায় বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু সে আর বাড়ি ফিরেনি। তাকে না পাওয়ার কষ্টে তার মা বার বার মূর্চা যায়। তাকে নিতে হয় ডাক্তারের কাছে। আবার ছেলেকে খোঁজার জন্য যেতে হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজণের কাছে। এতে করে আমিও মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। আমার ছেলে সহজ-সরল একজন মানুষ। পরিবারের লোকজনের সাথেও কোন বিষয় নিয়ে তার মনোমালিন্য নাই। বাজে কোন ছেলে বা কাজের সাথে মাসুক জড়িত নয়। তার পরেও তাকে কেন খুঁজে পাচ্ছি না এই কষ্ট আর সহ্য হচ্ছে না।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, নিখোঁজ মাসুক মানষিক প্রতিবন্ধী। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন