মা ব্যস্ত ঘরের কাজে,পুকুরে ডুবে প্রাণ গেল আড়াই বছরের শিশুর
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে সাফায়েত নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাফায়েত ঐ এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে।
মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাফায়েত এর বাবা বাড়ি ছিলেন না। তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
ঐ সময় সবার অগোচরে শিশু সাফায়েত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন শিশুটিকে বাড়িতে না পেয়ে মা ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে অর্ধ ডুবন্ত অবস্থায় ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদ্দাম হোসাইন জানান,পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে মৃত পাওয়া যায়।
দুর্গাপুর থানার উপ—পরিদর্শক(এসআই)আব্দুল হান্নান জানান,আবেদনের প্রেক্ষিতে শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




