মা হওয়ার পর সেই আগের বেগম লুকে কারিনা
সদ্য মা হয়েছেন সাইফ আলী খানের বেগম কারিনা কাপুর। গর্ভাবস্থা থেকে শুরু করে মা হওয়া, বার বারই পেজ থ্রি-র শিরোনামে উঠে এসেছেন কারিনা কাপুর খান। এবার ফের ধরা দিলেন সেই আগের বেগম লুকে।
গোয়াতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন করিনা। সেখানে তার পরনে ছিল রয়্যাল ব্লু রঙের কুর্তার সঙ্গে ডিজাইনার ব্রোকেটের লেহেঙ্গা ও নীল দোপাট্টা। তার সঙ্গে লম্বা কানের দুল ও ঘন নীল রঙের টিপ তাঁকে করে তুলেছিল মনমোহিনী। তার স্মোকি আই মেকআপ ও মাথায় গোঁজা ছিল সাদা ফুল। সবমিলিয়ে কারিনার ফ্যাশন সেন্সের তারিফ না করে পারবেন না আপনিও। সূত্র : ইন্ডিয়া
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন