মিনারের গানের ভিডিওতে অপূর্ব-মেহজাবীন ও নিরব
সংগীতশিল্পী মিনারের গানের সঙ্গে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন ও নিরব। যেমনটা আগে ঘটেনি। গানের ভিডিওটি ১ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে ব্যপক সাড়া মিলছে।
গানটি লিখেছেন এ মিজান। সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। মিনারের এই গানটি ব্যবহার হয়েছে মূলত বাংলা ভিশনে প্রচার হওয়া ‘যদি তুমি জানতে’ নামের ঈদের বিশেষ টেলিফিল্মে। এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
গান-ভিডিওটিতে উঠে এসেছে ত্রিভুজ প্রেমের গল্প। যেখানে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব-মেহজাবীনের। অন্যদিকে এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হয়ে যান প্রেমিক অপূর্ব। গানের কথাতেও উঠে এসেছে সেই প্রেমময় হাহাকারের প্রতিধ্বনি।
নির্মাতা জানান, টেলিফিল্মের গল্পের রেশ ধরেই নতুন এই গানটি তৈরি করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন