মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি রাষ্ট্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার (২১ জুন) নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দুটি ব্যাংক যাদের মাধ্যমে দেশটির সামরিক জান্তা সরকার বিদেশি উৎস থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কেনার অর্থ আদান-প্রদান করে থাকে- নতুন এই নিষেধাজ্ঞা আওতায় রয়েছে।

খবরে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বিবৃতি জানিয়েছে, মিয়ানমার সামরিক বাহিনী বিভিন্ন জাতিগোষ্ঠী ও ভিন্নমতের মানুষের ওপর ‘নিষ্ঠুর দমন’ অব্যাহত রাখতে অস্ত্র তৈরিসহ সামরিক সরঞ্জাম, অস্ত্র  এবং কাঁচামাল ক্রয় ও আমদানি করতে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার বিভিন্ন সংস্থাসহ বিদেশি উৎসের ওপর নির্ভর করে। ওয়াশিংটন অভিযোগ করেছে, মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ১০০ কোটি ডলার মূল্যের সরঞ্জাম ও উপকরণ আমদানি করেছে। ওই বছর দেশটির সামরিক নেতারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেন। 

খবরে বলা হয়েছে, মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে যে দুটি ব্যাংকের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো— রাষ্ট্রীয় মালিকানাধীন মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (এমআইসিবি)।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ মিয়ানমারের জেনারেলদের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে জান্তা সরকার দেশটির বিক্ষোভকারীদের ওপর সাঁড়াশি অভিযান চালাচ্ছে। চলতি বছরের ২৪ মার্চ, মিয়ানমারের দুই ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনাবাহিনীর উড়োজাহাজে জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।    

এর আগে বুধবার (২১ জুন) মিয়ানমারের সামরিক শাসকদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আশিয়ানকে উদ্দেশ করে হুঁশিয়ারি দেন সংঘাতে জর্জরিত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত থমাস অ্যান্ড্রুস। 
মিয়ানমারে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সেনাবাহিনীর হাতে গত ২০ মাসে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, এমনটি সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়। 

গত বুধবার (১৪ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে রাজনৈতিক কারণে ৬ হাজার ৩৩৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৬০০ ১৪ জন। এরমধ্যে ৩ হাজার মানুষ নিহত হয়েছেন সেনাবাহিনী, পুলিশ এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষে।