মিয়ানমারের মন্ত্রীকে দেখে রোহিঙ্গাদের বিক্ষোভ
প্রথমবারের মতো বাংলাদেশে আশ্রয় নেয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মিয়ানমার সরকারের একজন মন্ত্রী।
মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী ড. উইন মায়াত আয়ে উখিয়ায় কুতুপালং ক্যাম্পে যাওয়ার সময় রাস্তায় রোহিঙ্গারা বিক্ষোভ করার চেষ্টা করে।
তবে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা বলতে থাকেন- ‘আমাদের নির্যাতন করে, হত্যা করে, ধর্ষণ করে পাঠিয়ে দিয়েছে।’
শিবিরের কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গেও কথা বলেন মিয়ানমারের মন্ত্রী।
সেখানেও রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এতে শরণার্থীদেরও বিক্ষুব্ধ হতে দেখা যায়।
বাঙালি নয় রোহিঙ্গা পরিচয়ে মিয়ানমারে ফিরে যেতে চায় শরণার্থীরা।
মিয়ানমারের মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সরকারের কোনো মন্ত্রী বা এমপিকে দেখা যায়নি।
তবে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি বাংলা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন