মিরপুরে ঘরের ভেতর মা ও দুই মেয়ের রক্তাক্ত লাশ
রাজধানীর মিরপুরে বাংলা কলেজের পাশে একটি বাসা থেকে জেসমিন আক্তার (৩৫) নামে এক নারী ও তার দুই শিশু সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর বাঙলা কলেজের পাশে পাইকপাড়া সরকারি কোয়ার্টারের ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জেসমিন আক্তার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার দুই মেয়ের বয়স নয় বছর ও পাঁচ বছর। জেসমিনের স্বামী হাসিবুল ইসলাম। তিনি জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ শাখার ড্রাফটসম্যান। ঘটনার সময় হাসিবুল ইসলাম মাগরিবের নামাজের জন্য বাইরে ছিলেন।
পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সিনিয়র এসি জাহাঙ্গীর আলম নিহত নারীর স্বামীর বরাত দিয়ে জানান, সন্ধ্যার পর খবর পেয়ে ওই ভবনের চতুর্থ তলার দরজা ভেতর থেকে লক করা দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তিনজনের গলা কাটা ছিল এবং জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তবে কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন