মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/img882-3-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মিরপুরে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্ট জেতায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথমবার সিরিজ জয়ের অপেক্ষায় স্বাগতিকরা।
সিলেট টেস্টের একই ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যায়ী বাংলাদেশ। আজও স্বাগতিকরা প্রথম টেস্টের একই একাদশ নিয়ে মাঠে নামছে।
শঙ্কা কাটিয়ে একাদশে আছেন অফ স্পিনার নাঈম হাসান। তাঁর সঙ্গে স্পিন বিভাগে থাকছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ। একমাত্র পেসার শরীফুল ইসলাম।
অন্যদিকে লেগ স্পিনার ইশ সৌধির জায়গায় বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারকে যুক্ত করেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন