মিরপুরে পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৩
রাজধানীর মিরপুরের কাফরুল এলাকার পূর্ব কাজীপাড়ার একটি পোশাক কারখানায় আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। সঙ্কটাপন্ন অবস্থায় তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সাদিক এমব্রয়েডারি নামে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে ছুটে গিয়ে প্রায় ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হতে পারে।
ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল বলেন, দগ্ধদের অবস্থা সঙ্কটাপন্ন। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চিকিৎসা দেয়ার।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত গিয়ে প্রায় সোয়া একঘণ্টা পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দগ্ধরা হলেন- মাইনুদ্দিন, আল-আমিন ও মাসুম। তাদের যথাক্রমে ৮৩ শতাংশ, ৭৫ শতাংশ ও ৮০ শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন