মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/image-47687-1526039199.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে বেড়িবাঁধের বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই আরো জানান, বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর গেটের কাছে গাজীপুর থেকে আসা কোনাবাড়ী পরিবহনের একটি বাস ও দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার দুই যাত্রী ও সাত-আট বছর বয়সী এক শিশু নিহত হয়।
অন্যদিকে, আহতদের মধ্যে দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই সিরাজুল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন