মিরসরাইয়ে দুর্বৃত্তের হামলা শিকার হলেন পৌরসভার সাবেক মেয়র
চট্টগ্রামের মিরসরাই পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহানের (৫৫) উপর হামলা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কমলদহ বাজারে দুর্বৃত্তের হামলার শিকার হন সাবেক এই পৌরসভার মেয়র।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
শাহজাহানের ভাতিজা মোহাম্মদ আলী জানান, রবিবার দুপুরে মিরসরাই পৌর সদর থেকে শহরে যাচ্ছিল। পথিমধ্যে কমলদহ বাজারে যোহরের নামাজ ও ড্রাইভার হোটেলে দুপুরের খাবার খেতে যায়। এসময় ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ উনার উপর অতর্কিত হামলা করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। আঘাতে তার বাম পা ভেঙ্গে গেছে। এখন চমেকে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার বিষয়টি অবগত নই। কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন