মির্জা ফখরুল ও রিজভীর সই নকল করে বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই নকল করে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে একটি মহল।
বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করে দলটি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী জানান, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মহাসচিব ও আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন