মিসবাহ-আফ্রিদির কাছে আশরাফুলদের হার
বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজন ক্রিকেট উৎসবে মিসবাহ-আফ্রিদিদের মিসবাহ ইগলসের কাছে হেরে গেছে স্যামুয়েলস-আশরাফুলদের ইরফান ফ্যালকন্স। মিসবাহর সেঞ্চুরি আর আফ্রিদির হাফ সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৪৪ রান সংগ্রহ করেন মিসবাহ ইগলস। জবাবে ১৭৫ রান থামে ইরফান ফ্যালকন্সের ইনিংস।
বাহরাইন জাতীয় স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হওয়া ম্যাচে আগে ব্যাট করতে নেমে বোলারদের উপর ঝড় তোলেন মিসবাহ-আফ্রিদি। ৩৮ বলে ১২১ রান করেন অধিনায়ক মিসবাহ। আর আফ্রিদি করেন ৪৯ বলে ৭৯ রান। ফলে ২৪৪ রানের পাহাড়সম সংগ্রহ পায় দলটি।
জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ইরফান ফ্যালকন্স ৪ উইকেটে ১৭৫ রান তুলে। ৬৯ রানের বড় পরাজয়ের স্বাদ পেতে হয় তাদেরকে। স্যামুয়েলস ৩৩ বলে ৬ বাউন্ডারিতে করেন ৭২ রান। মোহাম্মদ আশরাফুল ৩৬ বলে করেন ৪৪ রান।
উল্লেখ্য, এ ম্যাচে ভারতীয় ক্রিকেটার শ্রীশান্ত ও ইউসুফ পাঠানের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তারা খেলতে পারেননি। তবে ইরফান পাঠান প্রতিযোগিতায় মাঠে ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন