মিস ওয়ার্ল্ড : যে কারণে বাদ পড়লেন ঐশী
মিস ওয়ার্ল্ড ২০১৮ থেকে বাদ পড়ে গেলেন বাংলাদেশি ঐশী। শনিবার (৮ ডিসেম্বর) চীনে বসেছে বিশ্ব সুন্দরী বাছাইয়ের ফাইনাল আসর। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা ৩০ জনকে নিয়ে শুরু হয় গ্রান্ড ফিনালে।
সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন ঐশী। সেরা ৩০ থেকে সেরা ১২ এর তালিকায় বাদ পড়ে গেলেন বরিশালের এই মেয়ে।
প্রাথমিকভাবে তার বাদ পড়ে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, পারফর্মেন্স, ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন ঐশী।
তার সঙ্গে বাদ পড়ে গেছেন ভারত, জাপান, চীনের সুন্দরীরাও। এশিয়ার প্রতিযোগীদের মধ্যে বিশ্ব সুন্দরী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নেপালের সুন্দরী শৃঙখলা।
সেরা ১২ বাছাইয়ে বাদ পড়লেও প্রথম বাংলাদেশি হিসেবে মিস ওয়ার্ল্ডের ফাইনালে জায়গা করে নেয়ায় প্রশংসায় ভাসছেন ঐশী। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন