মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু : আইসিসির অস্বীকৃতি
মিয়ানমারে আরকান রাজ্যে রোহিঙ্গাদের উপর চলা সহিংসতায় দেশটিকে কাঠগড়ায় দাড় করানোর উদ্যোগ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। এটি তাদের আইনি পরিধির আওতায় পড়ে না বলেও জানিয়েছে আইসিসি।
শনিবার কানাডীয়ান বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন এই তথ্য জানিয়েছে। তারা বলছেন, রোহিঙ্গারা কোনো ধরনের আইনি সহায়তাই পাচ্ছে না। পৈশাচিক হত্যাকান্ডের শিকার হয়েও তারা কোথাও বিচার চাইতে পারছে না।
সংগঠনটি জানায়, আরকান ন্যাশনাল রোহিঙ্গা অর্গানাইজেশনের উদ্যোগে রোহিঙ্গা ইনটেলেকচ্যুয়াল কমিউনিটি এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়া ২০১৫ সালের ডিসেম্বরে মায়ানমারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আইসিসির কাছে আবেদন করে। পরে বিশ্বব্যাপী রোহিঙ্গা কমিউনিটির সহায়তায় গত আগষ্ট মাসে পূণরায় এই ব্যাপারে পদক্ষেপ নিতে আবেদন জানায়। আগষ্ট মাসেই আইসিসি জানিয়ে দেয় এটি তাদের এখতিয়ারের বাইরের বিষয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন