মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন : ঢাকার কড়া প্রতিবাদ
বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের হেলিকপ্টার অনুপ্রবেশ করে আকাশসীমা লঙ্ঘন করায় এর কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার ঢাকায় মিয়ারমারের দূতাবাসে ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়ে এ প্রতিবাদ জানায় সরকার।
একই সঙ্গে এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য মিয়ানমারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গত ২৭ আগস্ট, ২৮ আগস্ট ও ১ সেপ্টেম্বর (আজ শুক্রবার) বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে মিয়ানমারের হেলিকপ্টার।
শুক্রবার সকালে মিয়ানমারের কয়েকটি হেলিকপ্টার কক্সবাজারের উখিয়া উপজেলার পাশে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রতিবেশীসুলভ সম্পর্কের বিরুদ্ধে এবং এর ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বর্তমানে নিারপত্তা খাতে মিয়ানমারকে বাংলাদেশ সহায়তা করলেও এ ধরনের দৃষ্টান্ত সার্বভৌমত্বের লঙ্ঘন, যা দুই দেশের বোঝাপড়া ও পারস্পরিক সহায়তার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়নের মুখে গত কয়েক দিনে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। নো ম্যানস ল্যান্ডে হাজারো রোহিঙ্গা অপেক্ষা করছে বাংলাদেশের প্রবেশের জন্য।
এছাড়া চার শতাধিক মানুষ নিহত হয় বলে জানায় মিয়ানমার সরকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন