মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে পোপের ১৫ মিনিটের বৈঠক
তিনদিনের সফরে মিয়ানমারে পৌঁছে দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে বৈঠক করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার সন্ধ্যায় মিয়ানমারের আর্চবিশপের বাসায় ১৫ মিনিটব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষের ‘মহান দায়িত্ব’ নিয়ে পোপ আলোচনা করেন। ভ্যাটিকান বলছে, আর্চবিশপের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে সেনাপ্রধান মিন অং হ্লেইং ছাড়াও মিয়ানমারের ব্যুরো অব স্পেশাল অপারেশনের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বৈঠকের স্থায়ীত্ব ছিল ১৫ মিনিট।
ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বার্ক পোপের ব্যক্তিগত এ বৈঠকের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, দেশটির গণতান্ত্রিক রূপান্তরের এ মুহূর্তে কর্তৃপক্ষের ‘মহান দায়িত্ব’ সম্পর্কে আলোচনা করেছেন তারা।
মিয়ানমারের রাখাইন প্রদেশের দেশটির নিরাপত্তাবাহিনীর নৃশংস অভিযানের নেতৃত্বে আছেন সেনাপ্রধান মিন অং হ্লেইং। সেনাবাহিনীর পোড়া মাটি অভিযানে ৬ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে ঢুকেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে চিহ্নিত করেছে।
সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে পোপ ফ্রান্সিসের বৈঠক বুধবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সোমবার ইয়াঙ্গুনে পৌঁছার পর পোপের এ বৈঠক এগিয়ে সন্ধ্যায় আনা হয়। তিনদিনের সফর শেষে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশে নেইপিদো ত্যাগ করবেন তিনি।
সূত্র : এপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন