মুখমন্ডলের এই ৫ পরিবর্তন দেখেই বুঝে নিতে পারেন ভিটামিনের অভাব হচ্ছে কি না
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ভিটামিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাডাতে শরীরে সব রকম ভিটামিনের সঠিক মাত্রা বজায় থাকা প্রয়োজন।
ভিটামিনের অভাব হলে শরীরের বিভিন্ন অংশ অসুস্থ, ক্লান্ত দেখায়। অপুষ্টির ছাপ পেড। শুধুমাত্র মুখমন্ডলের কিছু পরিবর্তন দেখে বুঝে নিতে পারেন কোন ভিটামিনের অভাব হচ্ছে শরীরে। জেনে নিন তেমনই কিছু লক্ষণ।
পাফি আইজ বা চোখের কোল ফোলা
ঘুম থেকে ওঠার পর অনেক সময়ই চোখ ফোলা লাগে। যদি সারা দিনই চোখ কিছুটা ফোলা দেখতে লাগে, তা হলে আপনার শরীরে আয়োডিনের অভাব হয়েছে। শরীরে আয়োডিনের মাত্রার তারতম্য হলে থাইরয়েেডর হরমোনের ভারসাম্য নষ্ট হয়। যার ফলে ক্লান্তি, চোখের কোল ফোলার মতো সমস্যা দেখা দেয়। এ ছাডাও শুষ্ক ত্বক, ওজন বেড়ে যাওয়া, নখ ভেঙে যাওয়ার সমস্যা হতে পারে।
কী খাবেন: বেরি জাতীয় ফল, দই, আলু, বিনস।
পেল স্কিন বা অনুজ্জ্বল ত্বক
ত্বক যদি খুব অনুজ্জ্বল দেখায়, চেহারায় ক্লান্তির ছাপ পেড তা হলে আপনার ভিটামিন বি১২-এর অভাব রয়েছে। এই ভিটামিনের অভাবের আরও একটি লক্ষণ হল সম্পূর্ণ মসৃণ জিভ।
কী খাবেন: স্যামন মাছ, রেড মিট, সিরিয়াল, দই, চিজ।
ড্রাই হেয়ার বা রুক্ষ চুল
চুল মাঝে মাঝে রুক্ষ দেখানো, বশে না থাকা স্বাভাবিক। কিন্তু যদি অতিরিক্ত রুক্ষ হয়ে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায় তা হলে আপনার শরীরে বায়োটিন বা ভিটামিন বি৭-এর অভাব রয়েছে। বায়োটিনের অভাবে নখ ভেঙে যেতে পারে বা চুল পাতলা হয়ে যায়। ভিটামিন সাপ্লিমেন্টের মাধ্যমে নিয়মিত বায়োটিন খেলে চুলের স্বাস্থ্য ভাল হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।
কী খাবেন: ডিম, আমন্ড, বাদাম, ডাল ও গোটা শস্য।
পেল লিপস বা ফ্যাকাশে ঠোঁট
ঠোঁট ফ্যাকাশে হয়ে যাওয়া মানে আপনি রক্তাল্পতায় ভুগছেন। ডায়েটে বেশি পরিমাণে আয়রন থাকা প্রয়োজন। খুব বেশি ঠান্ডা লেগে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া আয়রনের অভাবের লক্ষণ। যদি দেখেন ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটও ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তা হলে অবশ্যই আপনি রক্তাল্পতায় ভুগছেন।
কী খাবেন: রেড মিট, সি ফুড, বিনস, সবুজ শাক-সব্জি, আয়রনযুক্ত সিরিয়াল ও কডাইশুঁটি।
ব্লিডিং গাম বা মাডি থেকে রক্তক্ষরণ
ফ্লস করার পর সামান্য রক্তপাত স্বাভাবিক। কিন্তু যদি দেখেন আপনার মাডি খুবই স্পর্শকাতর, মাঝে মাঝেই রক্তপাত হচ্ছে তা হলে তা ভিটামিন সি-র অভাবের লক্ষণ। দীর্ঘ দিন ধরে ভিটামিন সি-র অভাব হলে স্কার্ভি হতে পারে। এর ফলে সহজে মাডি থেকে রক্তপাত, রক্ত জমে যাওয়া, মুখের পেশী ও হোড ব্যথা হতে পারে।
কী খাবেন: কমলালেবু, লঙ্কা, ব্রকোলি, শাক, স্ট্রবেরি।-আনন্দ বাজার
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন