মুখে কালো কাপড় বেঁধে ববি শিক্ষার্থীদের মৌন মিছিল
হামলাকারী মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মৌন মিছিল বের করে। মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জড়ো হয়। সেখানেই অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
আন্দোলকারী শিক্ষার্থীদের অন্যতম নেতা রক্তিম হাসান অমিতসহ একাধিক শিক্ষার্থী জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্বদানকারী মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবি আদায়ে বেলা সাড়ে ১১টার দিকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করা হয়। এরপর অবস্থান কর্মসূচি পালিত শিক্ষার্থীরা। সন্ধ্যা প্রতিবাদি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন