মুখ দেখে লক খুলবে আইফোন ৮
আগামী সেপ্টম্বরেই বাজারে আসছে বহুল আকাঙ্ক্ষিত আইফোন-৮। আইফোনের নতুন এই সংস্করনে কী চমক থাকছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল।
আইফোন-৮-এ ত্রিমাত্রিক সেন্সরের পাশাপাশি থাকবে নতুন ফেসিয়াল রিকগনিশন স্ক্যানার। অর্থাৎ ব্যবহারকারীর মুখ হবে আইফোন-৮-এর লক খোলার পাসওয়ার্ড। মুখ দেখে লক খুলবে এই ফোন।
আইফোন-৮ এর আকার আইফোন ৭-এর চেয়ে বড় হবে। আইফোন-৮-এর পরিমাপ হবে ১৪৩.৫৯× ৭০.৯৪× ৭.৫৭ মিলিমিটার। এই স্মার্টফোনের পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা। দুই ক্যামেরার মাঝে থাকবে ফ্ল্যাশ।
তিন ধরনের স্টোরেজ অপশনে পাওয়া যাবে আইফোন ৮-এ। ৬৪, ২৫৬ এবং ৫১২ জিবি। কোনও হোম বাটন থাকবে না আইফোন ৮-এ।উন্নতমানের ওয়াটারপ্রুফিং সিস্টেম থাকবে এই ফোনে। দ্রুততা ও কার্যকারিতার পাশাপাশি আইফোন-৮-এ আরো থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন