মুরগির বাচ্চা নিয়ে হাসপাতালে যাওয়া সেই শিশু পুরস্কৃত
আহত মুরগির বাচ্চা নিয়ে হাসপাতালে ছুটে যাওয়া ভারতের মিজোরামের সাইরাংয়ের শিশু ডেরেক সি লালছানহিমাকে পুরস্কৃত করেছে তার স্কুল।
শিশুটির মনের অনুভূতি ও চেষ্টা সবাইকে ভাবিয়েছে দেখে তার স্কুল তাকে একটি প্রশংসাপত্র দিয়েছে। যাতে লেখা ছিল ‘ওয়ার্ড অফ অ্যাপ্রিশিয়েসন’। বৃহস্পতিবার দুই হাত দিয়ে প্রশংসাপত্র ধরে রাখা এবং ফুল হাতে হাসিমাখা নিষ্পাপ মুখ আবারও ভাইরাল হয় নেট দুনিয়ায়।
বুধবার ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা এবং শিশু মনে এমন অপরাধবোধ সত্যিই প্রশংসার দাবিদার। তাই তাকে তার স্কুল থেকেই পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রতিবেশীর মুরগির বাচ্চাটিকে সাইকেল চাপা দিয়ে অপরাধবোধে অনুতপ্ত শিশুটি তার কাছে যে টাকা ছিল তা হাতে নিয়ে মুরগির বাচ্চাসহ পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায়। আর এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার সাথে সাথেই কয়েক লাখ মানুষ ছবিটির রিয়েকশন দিয়েছে এবং হাজারো মানুষ কমেন্ট করেছে ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন