মুরাদনগরে ১৮ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্কুল, কলেজ, ক্লিনিক, গ্যাস কূপসহ ১৮টি প্রকল্প ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪টি জেলার মতো কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নজরুল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা যুক্ত ছিলেন।
এ সময় আরো উপস্থিথ ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র দর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী প্রমূখ।
মুরাদনগর উপজেলায় উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হলো, শ্রীকাইল গ্যাস কূপ ১টি, নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয়, নবনির্মিত ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ১টি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১টি, কমিউনিটি ক্লিনিক ১টি এবং ভূমিহীন-গৃহহী ৬০ জন পরিবারের মাঝে ঘর প্রধান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন