মুশফিকের লক্ষ্য হোয়াইটওয়াশ
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ঢাকা টেস্টে ঐতিহাসিক জয় তুলে যখন আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা, তখন অনেকটাই দিশেহারা অসি শিবির।
চট্টগ্রামে হারলেই হোয়াইটওয়াশ! অন্যদিকে, রবিবার সকাল থেকে বৃষ্টির চোখ রাঙানী তো আছেই। সবমিলিয়ে যেন কোন কিছুই অস্ট্রেলিয়ার পক্ষে নেই। তবে এ নিয়ে চিন্তা করতে রাজি নন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি এটা বাড়তি সুবিধা। তবে অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তারাও জানে চাপের মুখে কীভাবে খেলতে হয়। সর্বশেষ দুইটা সিরিজ যদি বলেন, আমরা পিছিয়ে থেকে সমতায় ফিরেছি। এবার আমাদের মনোযোগ ২-০ ফলের দিকে। ১-০ এগিয়ে থাকাটা সুবিধা। তবে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে। ‘
এসময় আত্মবিশ্বাসী মুশফিক আরও বলেন, ’আমরা হোম কন্ডিশনে বেশ ভালো ক্রিকেট খেলছি। রেজাল্ট আমাদের ফরে আছে। এ কারণে আমাদের আত্মবিশ্বাস বেশ ভালো আছে। ‘
প্রসঙ্গত, মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের ২০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন