মুসলমানদের বিভাজনের সুবিধা নিচ্ছে ইসরায়েল : এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, মুসলিম বিশ্বের বিভাজনের সুবিধা নিচ্ছে ইসরায়েল। বুধবার আঙ্কারায় ওয়ার্ল্ড ইসলামিক কংগ্রেসের এক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি ওই মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, ‘জেরুজালেমের ইসলামিক বৈশিষ্ট্য পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল এবং একই সঙ্গে মুসলমানদের বিভাজনের সুবিধা নিচ্ছে।’
ইসরায়েলকে মানবাধিকার ও জেরুজালেম কনভেনশনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আল-আকসার দরজা কখনোই বন্ধ করতে দেবো না।’
তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘আল-আকসার প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিতে ইসরায়েল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট নয়।’
‘জেরুজালেমে ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদ জানানো পুরো ইসলামি বিশ্বের দায়িত্ব; শুধুমাত্র ফিলিস্তিনিদের নয়।’
এদিকে, জেরুজালেমে ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনার মুখে বৃহস্পতিবার সকালের দিকে আল-আকসার প্রবেশপথে বসানো সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার আল-আকসার প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়া হয়।
গত ১৪ জুলাই আল-আকসার সামনে সংঘর্ষে তিন ফিলিস্তিনি ও তিন ইসরায়েলি নিরাপত্তাবাহিনী নিহতের পর রেলিং, গেইট, মেটাল ডিটেক্টরসহ বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানো হয় আল-আকসার প্রবেশমুখে।
পরে মসজিদের প্রবেশমুখে ক্যামেরা বসায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এবার সেই সিদ্ধান্ত থেকে ইসরায়েল পিছু হটায় আল-আকসায় মুসলমানদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদের নেতারা।
সূত্র : মিডল ইস্ট মনিটর, আল-জাজিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন