মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতেই থাকব : রনি
বিএনপিতে যোগ দেয়ার পর পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গোলাম মওলা রনি।
আওয়ামী লীগের সাবেক এই এমপি বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপিতে যোগ দিয়েছি। নিজ জ্ঞানে, চিন্তা-ভাবনা করেই আওয়ামী লীগ ত্যাগ করে এখানে এসেছি। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকব।’
এর আগে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে গোলাম মওলা রনি দলটিতে যোগদান করেন।
এ সময় পটুয়াখালী-৩ আসন থেকে তাকে বিএনপির দলীয় মনোনয়নের চিঠি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে গোলাম মওলা রনি বলেন, ‘আমার বোধশক্তি, সামর্থ্য দিয়ে বিএনপি ও দেশের মানুষের জন্য কাজ করব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ত্যাগ করে আমার বিএনপিতে আসা বড় ঘটনা। আমার যোগদানে শুধু নমিনেশন নয়, আরও অনেক কিছু জড়িত। যে স্বপ্ন নিয়ে এসেছি, সে স্বপ্ন নিয়েই থাকব।’
রনি বলেন, ‘বর্তমানে দেশের রাজনীতির যে অবস্থা, এখানে ক্ষমতাসীন একটা দল থেকে, সাবেক সংসদ সদস্য, যে কোনো কারণে আলোচিত-সমালোচিত, তার জন্য বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশি জাতীয়তাবাদীতে আসা শুধু সাধারণ ঘটনা নয়। এর সঙ্গে অনেক কিছু জড়িত, সময় হলেই সব জানতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তাদের মন-মস্তিস্কে নির্বাচন, মনোনয়ন পাওয়া এবং এমপি হওয়ার স্বপ্ন থাকে। আমি যদি বলি এই স্বপ্নটি আমার নেই, স্বপ্নছাড়া এখানে এসেছি, তা হবে ডাহা মিথ্যা। এই স্বপ্নের জন্যই এখানে এসেছি। স্বপ্নভঙ্গ হলে থাকব না, এটাও সঠিক নয়। এখানে এসেছি, মৃত্যুর আগ পর্যন্ত এখানেই থাকব।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামও আওয়ামী লীগের সাবেক এই এমপিকে দলে স্বাগত জানান। এ সময় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, শামা ওবায়েদ, ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিতি ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন