মৃত স্বামী ফিরে এসেছে, এই বিশ্বাসে গরুকে বিয়ে মহিলার
স্বামী মারা গিয়েছিল বছরখানেক আগেই। শোকে মূহ্যমান স্ত্রী কিছুতেই স্বামীকে ভুলতে পারছেন না। এ ভাবেই দিন কাটছিল বছর চুয়াত্তরের খিমের। এক দিন তিনি নাকি স্বপ্ন দেখেন, মরে গিয়েও তাকে ছেড়ে চলে যাননি স্বামী টোল। স্ত্রীকে তিনি নাকি স্বপ্ন দেখিয়েছেন, পুনর্জন্ম নিয়েই তার কাছে ফিরে আসবেন।
সংবাদ সংস্থা রয়টার্সকে খিম জানিয়েছেন, সেই স্বপ্নাদেশ নাকি সত্যি হয়েছে! কী ভাবে? সেটাও জানিয়েছেন খিম। তিনি জানান, একটি মাধ্যমের সাহায্যে স্বামীকে দেখার চেষ্টা করছিলেন। সে সময় স্বামীর আত্মা তার কানে কানে বলেন ‘আমি তোমার স্বামী’। তার পরই নাকি খিম লক্ষ্য করেন একটি বাছুর তার চুল, গলা টিপে দিচ্ছে। এমনকী চুমুও খেয়েছে! শুনে অবিশ্বাস্য লাগারই কথা। কিন্তু খিম যে এমনটাই দাবি করছেন! খবর এবিপির।
চমকের এখানেই শেষ নয়। খিম আবার জানিয়েছেন, তার দৃঢ বিশ্বাস ওই বাছুরই তার স্বামী! এক্কেবারে ঠিক স্বামীর মতোই আচরণ, চলন ওই বাছুরের। হুবহু মিল পাচ্ছেন তার জীবন্ত স্বামী টোলের সঙ্গে। আর সেই বাছুরকে বিয়েও করেছেন খিম। উত্তর-পূর্ব কম্বোডিয়ার ক্রাটি প্রদেশের ঘটনা।
খিমের মতো বাবার মৃত্যু শোকে বিহ্বল ছিলেন ছেলেমেয়েরাও। আশ্চর্যজনক হলেও, খিমের ছেলেমেয়েরাও বিশ্বাস করেন তাদের বাবাই ফিরে এসেছেন বাছুরের রূপ নিয়ে! এই ‘বাছুররূপী’ স্বামী খিমের সংসারে যেন আবার খুশির হাওয়া এনে দিয়েছে। গোটা পরিবার তাদের ‘বাবা’র খেয়াল রাখে। আদর যত্ন করে।
এক সঙ্গে খাওয়া, ওঠা-বসা সব কিছুই চলে। খিম ও তার ছেলেমেয়েদের দাবি, ওই বাছুর তাদের খুব আদর করে। ভাল ‘আচরণ’ করে। আর এটাই নাকি প্রমাণ করে এই বাছুর তাদের বাবা টোল খুট ছাডা আর কেউ নন।
‘বাছুররূপী’ টোলের জন্য তার পুরনো ঘরটাই ছেড়ে দেওয়া হয়েছে। তার জন্য রয়েছে পছন্দের খাট, বিছানা, চাদর। এমনকী রাতে সেই বাছুরকে সঙ্গে নিয়ে বিছানাতেও ঘুমোচ্ছেন খিম ও তার ছেলেমেয়েরা।
খিম তার ছেলেমেয়েদের পরামর্শ দিয়েছেন, তার মৃত্যুর পরেও যেন ‘বাবা’কে অবহেলা না করে। তার যেন আদর-যত্নে কোনও খামতি না হয়। এই ‘বাছুররূপী’ টোল-ই এখন খিমের গ্রামের ‘হিরো’ হয়ে উঠেছে। দূর দূর থেকে তাকে দেখতে লোক আসছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন