মেক্সিকোতে জ্বালানি পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৬৬
মেক্সিকোতে একটি জ্বালানি তেলের পাইপলাইনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৭৮ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর বিবিসির।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পাইপলাইন থেকে তেল চুরির সময় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে বহু সংখ্যক দমকলকর্মীর অংশ গ্রহণে চলছে উদ্ধারের মহাযজ্ঞ।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ জানান, ‘লিক’ হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে স্থানীয় কিছু লোক তেল চুরি করতে যায়। এসময় বিস্ফোরণে ৬৬ জন লোক পুড়ে মারা যায়।’
ফায়াদ দেশটির স্থানীর এক টেলিভিশনকে জানায়, ওই বিস্ফোরণে ৬৬ জন লোক আগুনে দগ্ধ হয়ে মারা গেছে এবং ৭৮ জন পুড়ে আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়ে হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন