মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির রাজধানীর দালানগুলো কেঁপে উঠেছে এই ভূমিকম্পে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে পাঁটার দিয়ে এই ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস ভূতাত্তিক সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প ওয়াকসাকা প্রদেশের পিনো পেনোটোপা দি ডন লুইস শহরে আঘাত হানে। ভূমিকম্পে ওই শহরের কিছু দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন দালানগুলো থেকে বের হয়ে আসছিল। ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্প হওয়ার পাঁচ মিনিটের মধ্যে চালু করা হয়। বাসার বাইরে সবাইকে অবস্থান করতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সময় রাস্তায় চলাচল বন্ধ থাকে।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, কোনো ধরনের সুনামির সংকেত দেওয়া হচ্ছে না।
গত বছর সেপ্টেম্বরে দেশটিতে শক্তিশালী দুই ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন