মেঘনায় ডুবোচরে যাত্রীবাহী লঞ্চ আটকা
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে তেলির মোড় নামক স্থানের ডুবচরে তিনশ’ যাত্রী নিয়ে এমভি আব এ জমজম-১ নামে যাত্রীবাহী লঞ্চ আটকা পড়েছে । রোববার দুপুর ২টার দিকে চাঁদপুর থেকে হাইমচর উপজেলার চরভৈরবী যাওয়ার পথে ঘটনাস্থলে আসলে লঞ্চটি আটকা পড়ে।
লঞ্চের মাস্টার মো. শহীদ জানান, সকাল ৯টায় প্রায় পাঁচশ’ যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট থেকে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর ১২টায় চাঁদপুর মাদ্রাসা ঘাটে যাত্রী নামিয়ে হাইমচরের তেলির মোড় ঘাটের উদ্দেশ্য রওয়ানা হয়। ওই স্থানে কিছু যাত্রী নামিয়ে চরভৈরবীর উদ্দেশ্যে রওয়ানা হলে ডুবোচরে আটকা লঞ্চটি আটকা পড়ে। পরে বিকাল ৪টার দিকে ট্রলারে করে যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হয়।
চাঁদপুর লঞ্চঘাটে দায়িত্বরত লঞ্চটির মালিকের প্রতিনিধি বিপ্লব সরকার জানান, ঘটনাস্থলে বিচ্ছিন্নভাবে কয়েক কিলোমিটার ডুব চর রয়েছে। এ কারণে বর্তমানে নৌযান চলাচল খুবই বিপদজনক। দুপুর ২টার দিকে একই স্থানে আটকা পড়ে মায়ের আশা নামক একটি মালবাহী বাল্কহেট। তবে রাতে নদীতে জোয়ার আসলে লঞ্চটি উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন