মেধা তালিকায় নেত্রকোনার “খাতুনে জান্নাত বালিকা মডেল মাদ্রাসা।

নেত্রকোণা মদনে মেধা তালিকায় “খাতুনে জান্নাত বালিকা মডেল মাদ্রাসা।
জানা যায়,সারা বাংলাদেশের”বেফাকুল মাদারিসিল কওমিয়া বোর্ডের অধীনে অনুষ্টিত ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় “খাতুনে জান্নাত বালিকা মডেল মাদ্রাসা পরীক্ষায় বোর্ডে স্ট্যান্ড ও এ+ সহ মেধা তালিকায় ৪৩ তম,৪৪তম,ও ১০৬ তম মেধা অর্জন এবং শতভাগ পরীক্ষায় পাস করে ছাত্রীরা সফলতার অবদান রেখেছে।
প্রতিষ্ঠানটি বিগত ২০২৩ সালে মদন পৌর সভার ৬ নং ওয়ার্ডে বাড়ি ভাদেরা রোডে সুন্দর মনোরম পরিবেশে পাঠ দান কার্যক্রম পরিচালনায় করে আসছেন।
মোঃ সোহাগ মিয়া,এ প্রতিষ্ঠানটি অভিজ্ঞ শিক্ষক মন্ডী দ্বারা পরিচালিত হচ্ছে। “বেফাকুল মাদারিসিল কওমিয়া বোর্ডের সিলেবাস অনুযায়ী পাঠ দান করানো হয়। বোর্ডের স্ট্যান্ডকৃত ছাত্রীরা হলেন,
মোঃ সুয়েল মিয়ার মেয়ে,হাফিজা আক্তার, মেধা স্থান,৪৩ তম।গোলাম রব্বানীর মেয়ে রুশদা আক্তার, মেধা স্থান ৪৪তম।দীন ইসলামের মেয়ে,মরিয়ম আক্তার ১০৬ তম মেধা তালিকায় স্থান পায়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন