মেরামত শেষে উড়ল ইউএস বাংলার ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক সময়ে কক্সবাজার বিমানবন্দর ছাড়তে না পারা ফ্লাইটটি মেরামত শেষে তিন ঘণ্টা দেরিতে উড়াল দিয়েছে। শুক্রবার (০৫ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে বিমানটি কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেছে।

এর আগে এদিন দুপুর দেড়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর ইউএস বাংলার এসটু-এজেডি ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে ক্রটি মেরামত শেষে বিমানবন্দর ছাড়ে বিমানটি।

কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার একেএম সাইদুজ্জামান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট দেড়টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে। এরপর দুপুর ২টায় ফ্লাইটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় আর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। পরে ঢাকা থেকে একদল ইঞ্জিনিয়ার গিয়ে বিমানটির ত্রুটি মেরামত করে। তারপর বিকেল সোয়া ৫টার দিকে যাত্রী নিয়ে পুনরায় বিমানটি ঢাকা উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায়।

এ ব্যাপারে কক্সবাজার বিমান বন্দরে ইউএস বাংলার কাউন্টারে কর্মকর্তা নকিবের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কিছুই বলতে রাজি হননি। পরে ঢাকা অফিসের একটি মোবাইল নাম্বার দিয়ে ওই নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়। কিন্তু ওই নাম্বারে কয়েকবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেনি।

তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউএস বাংলার কাউন্টারের এক কর্মকর্তা বলেন, বিমানটি ১৬৪ জন যাত্রী বহনে সক্ষম। যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক অসুবিধা হয়েছিল। পরে ত্রুটি মেরামত শেষে ১১৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে বিমানটি উড়াল দেয়।