মেসিকে আজীবন চুক্তির প্রস্তাব বার্সেলোনার!
সুপারস্টারদের নিয়ে ইদানিং বেশ চিন্তিত হয়ে পড়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। বিশেষ করে ব্রাজিল সুপারস্টার নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর লিওনেল মেসি এবং লুইস সুয়ারেসকে ধরে রাখা নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ক্লাবটি।
কয়েকদিন আগেই ইনিয়েস্তার সঙ্গে আজীবন চুক্তি করেছে। এবার আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সঙ্গেও আজীবন চুক্তি করতে চায় কাতালান ক্লাবটি।
বার্সেলোনার সিইও জোসেফ মারিয়া বার্তামেউ বলেছেন, ‘মেসিকে আজীবন চুক্তির প্রস্তাব দেওয়া হবে। ছোটবেলা থেকেই সে এখানে আছে। আমরা চাই সারা জীবন ও এখানেই থাকুক। ‘
এই উদ্যোগের পেছনে অবশ্য একটি অনেককদিনের গুজব কাজ করছে। গত জুলাইয়ে বার্সেলোনার সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মেসি। তার পর নানা জল্পনা ছড়িয়েছে যে, নেইমারের মতো তিনিও ক্লাব ছাড়তে পারেন। জোর গুজব শোনা যাচ্ছিল যে, মেসির গুরু পেপ গার্দিওলার ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিতে নাকি চলে যেতে পারেন তিনি।
এজন্যই মেসিকে ধরে রাখতে বার্সার এত তোড়জোড়।
এখন দেখার বিষয়, আজীবন চুক্তির প্রস্তাব দেওয়ার পর মেসি কী জবাব দেন। আফটার অল, ছেলেবেলার ক্লাব বলে কথা! ক্যাম্প ন্যু এর প্রতি মেসির আবেগ আর ভালোবাসার পরীক্ষা হয়ে যাবে এবার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন